Hok Na Kotha: Album Songs & Lyrics
HIdden

Your content goes here. Edit or remove this text inline or in the module Content settings. You can also style every aspect of this content in the module Design settings and even apply custom CSS to this text in the module Advanced settings.

Track 1: Ogo Megh [6:37]

Lead Vocal: Rik Basu
Written & Composed by Dr. Raktim Sen
Arrangement: Partha Chakraborty & Rik Basu
Programming: Partha Chakraborty

ওগো মেঘ তুমি যাও সরে যাও,
চাঁদকে দেখা দিতে দাও।
আকাশকে দিক না সাজিয়ে
তারারা মুক্ত মালা দিয়ে
রাতকে তুমি ঢেকো না।

সারাদিন থাকো তুমি আকাশকে ঢেকে
– কোনো ক্ষতি নেই।
সূর্যের আলো হোক ক্ষীণ ছায়া মেখে
– যেন জ্যোতি নেই।
শুধু রাত কে তুমি ঢেকো না-
চাঁদকে লুকিয়ে রেখো না।

ওগো মেঘ তুমি জানি আসবেই
অঝর বৃষ্টি-জলে তৃষ্ণা জুড়াতে ভালবাসবেই।।

তুবু চাই যেন পাই চাঁদের দেখা
– প্রতিটি রাতে।
তারাদের জ্বলে নিভে কত কি লেখা
-তারই সাথে।
তুমি মেঘময় ছবি আর এঁকো না-
চাঁদকে লুকিয়ে রেখো না।

Track 2: Deep Jwale- Traditional Ver [5:00]

Lead Vocal: Anwesha Dutta
Written & Composed by Dr. Raktim Sen
Arrangement: Partha Chakraborty & Raktim Sen
Programming: Partha Chakraborty

দীপ জ্বলে আমার ঘরে-
সন্ধ্যা মালতীর ঘুম ভাঙে-
তুমি আসবে তাই হৃদয় রাঙে।
দীপ জ্বলে, পটদীপ জ্বলে-
প্রদীপ জ্বলে, মনদীপ জ্বলে।

আজ বুঝি অনুরাগে
যা দেখি সবই ভাল লাগে।
আজ বুঝি অনুরাগে
দখিনা ফুল ধরালো
রং ভরালো এ অন্তরে।

সাঁঝ সেজেছে ফুল সাজে
মিলন রাগিণীর সুর বাজে
সাঁঝ সেজেছে ফুল সাজে
চাঁদ আলো তাই ছড়ালো
স্বপ্ন এলো মাটির পরে।

Track 3: Mahi Ve [5:41]

Lead Vocal: Rik Basu
Written & Composed by Dr. Raktim Sen
Arrangement & Programming: Subhadeep Sarkar

ঐ মেঘের আড়াল-
সে তোর ওড়না কি?
ঐ বাতাসে গান-
শুনি তোর না কি?

লাগছে বড় চেনা চেনা
তুই ধরা দেনা, দেনা
কাছে টেনে নে না নে না,
আমি তো পর না কি?
মাহি ভে…

আমার কাটে দিনের বেলা রাতের প্রতিক্ষায়
রাতের প্রহর কাটে একা আঙিনায়।

ওই দখিন বাতাস জানে আমার এ মন
তবু সরায় না কেন তোর অবগুন্ঠণ?

চলার চলন তোর শিঞ্জিনী,
তোর হাতের কাঁকন, বাজে কিঙ্কিনী

যা উড়ে ওড়না ওড় না,
কথা রাখ একটু সরনা,
জোছনা আলোয় ভরনা,
হব চকর না কি?
মাহি ভে…

তোর কথা ছিল কথা রাখার যে আজ।
তোর নতুন বাহানা জেনে আমার কি কাজ?

অনেক রাতের ঘুম চোখের পাতায়
ভয় রাতের শেষের ক্ষণে যদি ঘুম পায়

আমি আশায় আশায় প্রহর গুনি।
আর বাতাসে কান পেতে গান শুনি

যায় চলে রাত্রি আবার
দেখা দে শুধু একবার
এখুনি কাটবে আঁধার
আসে ঐ ভোর না কি?
মাহি ভে…

Track 4: Ogo Priyo [4:50]

Lead Vocal: Anwesha Dutta
Written & Composed by Dr. Raktim Sen
Arrangement: Subhadeep Sarkar & Raktim Sen

Programming: Subhadeep Sarkar

ওগো প্রিয়।
জানি তুমি আছো এখন অনেক দূরে।
তবু জেনো,
তুমি আছো আমার গানের সুরে সুরে

আমার আকাশ বাতাস ভরা তুমি
প্রিয় মোর এ বাহুডোর
শুধু যে তোমার
আমি তোমার, শুধুই তোমার।।
ওগো প্রিয়।

দিন কাটে না যে
এ মন লাগে না কোনো কাজে।
প্রিয় তারি মাঝে
কত ব্যাথা এ বুকে বাজে,

আজ তোমার কত না স্মৃতি
হ্রদয় জুড়ে একাকার।

পার যদি প্রিয়
সোনালী সেই দিন স্মরণীয়
করে বরণীয়
ভালবাসার রঙে এঁকে নিও

সেই রঙের আলতো ছোঁয়া
জীবন রাঙাবে দুজনার।

 

Track 5: Chaoya Paoya [3:31]

Lead Vocal: Rik Basu
Written & Composed by Dr. Raktim Sen
Arrangement: Partha Chakraborty & Raktim Sen
Programming: Partha Chakroborty

চাওয়া পাওয়া নোতুন সুরে গাওয়া
তোমায় ভালবেসেছি, আহা!
স্বপ্নে বোনা ভোরের কানে শোনা
সুরের স্রোতে ভেসেছি, আহা!
স্বরলিপি নোতুন লিখেছি ।।

কি হবে, ভেবেছি কি হবে
জীবন যখন গেয়েছে বেসুরে।
দিন রাত, সারা দিন রাত
তৃষ্ণা ছিল, জ্বালা হৃদয় জুড়ে।

সেই জ্বালা বুকে বয়ে, চাতক পাখি হয়ে
এক ফালি মেঘ শুধু খুঁজেছি।
কত বৃষ্টি-ছবি এঁকেছি।

ছিন্ন তারে, সুরের হাহাকারে
আকুল হয়ে কেঁদেছি- না না।
স্বরলিপি আবার লিখেছি।

ক্লান্ত চাঁদ, আকাশে ক্লান্ত চাঁদ
জীবন যখন ছিল বেরঙিন
ভাসল কুল, জোয়ারে ভাসল কুল-
তুমি এলে ওমনি বদলে গেল দিন।

সেই বন্ধ্যা-রাত্রি শেষে ভালোবাসার দেশে
রামধনু রং মনে মেখেছি-
তোমার রোদ্দুর হাসি দেখেছি।

মুঠো ভরে সে উষ্ণতা ধরে
তোমায় ভালবেসেছি, আহা,
স্বরলিপি নোতুন লিখাছি, আহা।

 

Track 6: Bhindeshi [3:11]

Lead Vocal: Anwesha Dutta
Written & Composed by Dr. Raktim Sen
Arrangement: Dr. Raktim Sen
Programming: Partha Chakroborty

ভিনদেশী এক ময়না পাখী
হঠাৎ আমি চেয়ে দেখি
বসল দাঁড়ে এসে।

এ পাখীর চোখ ছলছল-
এ পাখীর হ্রদয় উতল-
কেউ বুঝি তার আকুল হ্রদয়
দিয়ে গেছে ফাঁকি’-
তারে ভালোবেসে।

সে পাখী সুদূর থেকে
স্মরণ নিলো আমার ঘরে।
পাছে কেউ দেখে ফেলে
তাই রয়েছে চুপটি করে।

তারে কাছে ডাকলে পরে
চেয়ে থাকে পলক ভরে
একটুকু না হেসে-
মোর দুয়ারে এসে।

তারে আমি বুকের কাছে
টেনে নিলাম যতন করে।
কানে কানে তার শুধলাম,
“এমন হল কেমন করে?”

ভাঙেনা তার নীরবতা
শুধু মুখে একটি কথা,
ফিরবে না আর দেশে
মোর দুয়ারে এসে।

 

Track 7: Deep Jwale- Electro Ver [5:57]

Lead Vocal: Anwesha Dutta
Written & Composed by Dr. Raktim Sen
Arrangement: Subhadeep Sarkar & Rik Basu
Programming: Subhadeep Sarkar

দীপ জ্বলে আমার ঘরে-
সন্ধ্যা মালতীর ঘুম ভাঙে-
তুমি আসবে তাই হৃদয় রাঙে।
দীপ জ্বলে, পটদীপ জ্বলে-
প্রদীপ জ্বলে, মনদীপ জ্বলে।

আজ বুঝি অনুরাগে
যা দেখি সবই ভাল লাগে।
আজ বুঝি অনুরাগে
দখিনা ফুল ধরালো
রং ভরালো এ অন্তরে।

সাঁঝ সেজেছে ফুল সাজে
মিলন রাগিণীর সুর বাজে
সাঁঝ সেজেছে ফুল সাজে
চাঁদ আলো তাই ছড়ালো
স্বপ্ন এলো মাটির পরে।

Track 8: Hok Na Kotha [5:05]

Lead Vocal: Anwesha Dutta & Rik Basu
Written & Composed by Dr. Raktim Sen
Arrangement: Subhadeep Sarkar & Rik Basu

Programming: Subhadeep Sarkar

হোক না কথা সারা রাত হিসেব ছাড়াই
চলো-না একই সাথে দিশা হারাই।।

কি হবে ভেবে- কি হবে- কাল অজানাই
দুজনে একই সাথে- আর কিই বা চাই?।।

কি হবে ভেবে- কি হবে? – কাল অজানাই।
হারালেও “কাল”-কে- পাব নীল মোহনাই।।

চলো-না একই- সাথে এগি-যে যাই।
কি হবে ভে-বে- কি হবে? কাল অজানাই।

পথ দেখায় জোনাকি
ভরসা দেয় রাত-পাখী
দূর নভে সাত ঋষি
বলছে রাত বেশ বাকী

এক ফালি মেঘ ভাসে
পুবালী বাতাসে
হয়ত সে ঝরবে কাল
চাতকের পিয়াসে।

চলনা মেঘের সাথে- ঠিকানা নাই
কি হবে ভেবে কি হবে? কাল অজানাই।।

ঘুম পরী ঘুম পারায়
স্বপ্ন রঙিন দেখায়
ঘুম ভাঙে, রং উধাও
ভুল ভাঙে নিরালায়

তার চেয়ে এই তো বেশ
হাটছি পথ ঘুরছি দেশ
হয়ত ঝড় উঠবে কাল
হয়ত গান হবে শেষ।

চলেছি একই সাথে ভরসা তাই
কি হবে কি হবে ? কাল অজানাই।।

কি হবে ভেবে- কি হবে? কাল অজানাই
দুজনে একই- সাথে- আর কিই বা চাই?।।

কি হবে ভেবে- কি হবে ? কাল অজানাই।
হারালেও “কাল”-কে- পাব নীল মোহনাই।

দুজনে একই সাথে এগিয়ে যাই
চলো-না কালকের কাছে গিযে দাঁড়াই।

Title Track Music Video

Who Are We?

Anwesha Dutta

Anwesha Dutta

Lead Vocalist

Anwesha Dutta is the Zee Bangla SaReGaMaPa 2014 Season Champion. She is one of the busiest artists in West Bengal and Bangladesh. Notable performances in the USA include her captivating performance at the Madison Square Gardens during NABC, 2016 and Atlanta Diwali Mela, 2018. “Hok Na Kotha” (2017) is Anwesha’s debut album. Since then she has released a number of music albums and singles including YouTube super-hits “Chokher Dekha”, “Tu Saath Mera” and the Bangladeshi single, “Joshnar Lukochuri”, reaching more than a million viewers on the Internet.

Rik Basu

Rik Basu

Lead Vocalist

Rik Basu is the 1st Runner-up of Zee Bangla SaReGaMaPa, 2014 Season. He is a very popular performer and remains busy with his concerts, composing work and recordings. He has given several memorable performances in the USA and Canada in 2015 and 2016. He has several music albums and singles to his credit, including the hit album, “Hok Na Katha” and YouTube singles, “Tomake Khunji”, “Tujhe Pyaar Pyaar Karta Hoon” and “Wole Wole”.

Dr. Raktim Sen

Dr. Raktim Sen

Composer & Lyricist

A composer, lyricist, pianist and singer – a playwright, drama director and actor – a documentary film maker and music director – a poet and short story writer – a truly versatile artist, Raktim is comfortable in any and all of these roles.

Raktim was initiated into music by his mother. He later learnt the piano at Calcutta School of Music.  He is the Theatrical Director of Atlanta Theater Workshop. Inc. and the Program Director of IACA Atlanta Indian Idol.

Dr. Tirthankar Dasgupta

Dr. Tirthankar Dasgupta

Lyricist

Dr. Tirthankar Dasgupta is a reputed Statistician, who taught at Harvard for over a decade and is now a faculty Rutgers.  He is a fantastic short story writer, a poet and lyricist, a vocalist, a guitarist and table player. But most of all, he is good soul who an keep you laughing for hours with his wit and humor! Tirthankar wrote the lyrics for “Chaoya Paoya” (Track 5 of the album) and also contributed to the lyrics of “Ogo Priyo” (Track 4 of the album).

Follow Us